¡Sorpréndeme!

Ramnavami News: রামনবমী নিয়ে চড়ছে পারদ। বিজেপির হোর্ডিং-পোস্টারের পাল্টা এবার মিছিলের ডাক তৃণমূলের |ABP Ananda LIVE

2025-04-02 0 Dailymotion

ABP Ananda LIVE: রামনবমীর দিন এক কোটি হিন্দুকে পথে নামার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিন হাজার শোভাযাত্রা বের করছে শ্রীরাম নবমী উদযাপন সমিতি। পাল্টা তৃণমূলও পথে নামার প্রস্তুতি নিচ্ছে। দল অনুমতি দিলে ভবানীপুরে জমায়েতের ডাক দিলেন মদন মিত্র। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে বাড়ি থেকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারিও দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক রামনবমীতে শোভাযাত্রা বের করার ডাক দিয়েছেন। তৃণমূল পরিচালিত মেদিনীপুর পুরসভাও রাম নবমীতে দিনভর পুজোর আয়োজন করেছে। বেনারস থেকে পুরোহিত এনে কাঁসাই নদীতে সন্ধ্যারতিও করা হবে।